অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৮-৩১ ১৪:১২:৫৮


গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি জায়গাতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার দায়ে বালু ব্যবসায়ী আকরাম মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম   এ জরিমানা করেন।

এ ব্যাপারে মো. আতিকুল ইসলাম জানান, কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের বিদ্যাধর গ্রামে সরকারি জায়গায় দেশীয় তৈরী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করা হচ্ছিল।

জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

সানবিডি/এনজে