খুব শীঘ্রই আ‌রোও ১৬ টি সেবা যুক্ত হ‌বে বিডার ওএসএস সেবা‌তে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-০১ ২২:৪৮:২৮


বাংলা‌দেশ বি‌নি‌য়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডার) নির্বাহী চেয়ারম‌্যান সিরাজুল ইসলাম ব‌লেন, বর্তমা‌নে বিডা‌তে ২১ টি ওএসএস (ওয়ান স্টপ সার্ভিস) সেবা চালু র‌য়ে‌ছে এবং খুব শীঘ্রই আরোও ১৬ টি সেবা যুক্ত করা হ‌বে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিডার ৪র্থ প্রতিষ্ঠা বা‌ষির্কী উপলক্ষে সাংবাদিক‌দের সা‌থে মিট দ‌্যা প্রেস অনুষ্ঠানে তি‌নি এসব কথা ব‌লেন।
তি‌নি ব‌লেন, ২০১৬ সা‌লের ১ সে‌প্টেম্বর প্রতিষ্ঠা লাভ ক‌রে বিডা। প্রতিষ্ঠার পর থে‌কেই প্রতিষ্ঠান‌টি বি‌নি‌য়ো‌গের জন‌্য কাজ ক‌রে যা‌চ্ছে।২০১৬ সা‌ল থে‌কে ২০২০ সা‌লে বিডা প্রতিষ্ঠার ৪ বছ‌রে ১১ বি‌লিয়ন মা‌র্কিন ডলার বি‌দে‌শি বি‌নি‌য়োগ বাস্তবা‌য়িত হ‌য়ে‌ছে।
বিডার নির্বাহী চেয়া‌র‌ম‌্যান ব‌লেন, উ‌দ্যোক্তা তৈরীর জন‌্য বিডা প্রশিক্ষণের প্রকল্প গ্রহন ক‌রে‌ছে । ২০২০ সা‌লের আগষ্ট পর্যন্ত ৪৬ হাজার নতুন উ‌দ্যোগতা প্রশিক্ষ‌নের জন‌্য রে‌জি‌স্টেশন করে‌ছে।ই‌তিম‌ধ্যে ১৪০৫০ জন প্রশিক্ষণ গ্রহন ক‌রে‌ছে। প্রশিক্ষণ গ্রহন করা ২৯২৬ জন বর্তমা‌নে ব‌্যবসা কর‌ছে।
তিনি বলেন, “শেখ হা‌সিনার নি‌র্দেশ বি‌নি‌য়োগ বান্ধব বাংলা‌দেশ” মন্ত্রকে সাম‌নে রেখে বি‌নি‌য়োগ উন্নয়ন কতৃপক্ষ‌ এ‌গি‌য়ে চল‌বে।বিডার ভিশন হ‌লো “অর্থনৈ‌তিক অগ্রগ‌তি অর্জনে বিশ্বমা‌নের বি‌নি‌য়োগ বিকাশ প্রতিষ্ঠা‌নের প‌রিণত হওয়া”
প্রতিষ্ঠান‌টি প্রতিষ্ঠার পর থে‌কেই বেসরকারী বি‌নি‌য়ো‌গের জন‌্য কাজ ক‌রে যা‌চ্ছে।তারই ধারাবা‌হিকতায় বিডা দে‌শের জেলা উপ‌জেলা ও বিভাগীয় পর্যা‌য়ে “বি‌নি‌য়োগ ও ব‌্যবসা উন্নয়ন সহায়তা ক‌মি‌টি” সারা দে‌শে বি‌নিয়োগ বিকা‌শে কাজ ক‌রে যা‌চ্ছে ব‌লে জানান তি‌নি।
সানবিডি/ঢাকা/এসআই ২:৩৩;১/৯/২০২০