কোভিড-১৯: প্রতি ১৬ সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০২ ১০:৫৯:০৮


গতবছরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মাত্র ৮ মাসেই আক্রান্ত হয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল। মহামারি হিসেবে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বর্তমানে প্রতি ১৬ সেকেন্ডে একজন মানুষের মৃত্যু হচ্ছে।

করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ কোটি ৫৯ লাখ ৪ হাজার ১৬৪ জন মানুষের দেহে।

মহামারিতে এ পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৬১ হাজার ২৫১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৮৯৯ জন। বিশ্বজুড়ে করোনার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল গত ১৭ এপ্রিল। সেদিন ৮ হাজার ৪৯৪জন রোগী মারা গিয়েছিলেন প্রাণঘাতী এই রোগে।

করোনার গত ১ সপ্তাহের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৬ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর এই ৭ দিনে মোট ৩৭ হাজার ৭৬০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। ফলে হিসাব অনুযায়ী, এ সপ্তাহে প্রতি ১৬ সেকেন্ডে একজন মানুষের মৃত্যু হয়েছে। এ সপ্তাহে গত ২৬ আগস্ট সর্বোচ্চ ৬ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ আগস্ট সর্বনিন্ম ৪ হাজার ২১২ জন মারা যায়।

করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ১ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ১৯ জন। সে হিসাবে বর্তমানে ৬৮ লাখ ৪৬ হাজার ৮৯৪ জনের শরীরে করোনাভাইরাসের মৃদু বা বেশি মাত্রায় করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।

বিশ্বজুড়ে যে পরিমাণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত তার অর্ধেকেরও বেশির অবস্থান মাত্র তিনটি দেশে। এ তিনটি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ও ভারত।

পৃথিবীর ছয় ভাগের এক ভাগ ভূমি নিয়ে গড়ে ওঠা এই তিন দেশে করোনা শনাক্ত রোগীর পরিমাণ পুরো বিশ্বের ৫৩ দশমিক ৬০ শতাংশ।

ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। আক্রান্ত হয়েছেন ৬২ লাখ ৫৭ হাজার ৫৭১ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৮১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৫২ হাজার ৭৫৯ জন।

মৃত্যুর তালিকার তিন নম্বরে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত ৬৬ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩ জন।

আক্রান্তের সংখ্যা কম হলেও মৃত্যুর তালিকায় ভারতের পরই দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকোর অবস্থান। দেশটির ৬৫ হাজার ২৪১ জন এ পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

পৃথিবীর মানচিত্রের সবচেয়ে বেশি জায়গাজুড়ে থাকা ইউরেশিয়ান দেশ রাশিয়াতেও সংক্রমণ শনাক্ত হয়েছে ১০ লাখ ৪৮ জন।

ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৩১৬ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৮ হাজার ১৭৭ জন।

ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ। ওইদিন তিন জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা।

সানবিডি/আরএম/১০.৫৮/২/৯/২০