শেয়ার দর পতনের শীর্ষ তালিকাজুড়ে মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০২ ১৬:০৯:৫০
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৫ বারে ২ লাখ ৩৩ হাজার ৪৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫০ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৯২ বারে ১৬ লাখ ৬১ হাজার ৪৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। এদিন ফান্ডটি ৮৫ বারে ৩ লাখ ৭২ হাজার ৭২৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৭১ শতাংশ, প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৪৭ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৩৪ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ৪ দশমিক ১৬ শতাংশ, ইবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ০৮ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ০৮ শতাংশ ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ০৮ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:০৯/২/৯/২০