শিরোপা লড়াইয়ে কুমিল্লার মুখোমুখি বরিশাল

প্রকাশ: ২০১৫-১২-১৩ ২২:৪৭:১৯


barishalসাব্বির রহমানের টর্নেডো ইনিংসে ভর করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের তৃতীয় আসরে ফাইনালে জায়গা করে নিয়েছে বরিশাল বুলস।  রোববার রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপার দৌড়ে টিকে রইলো মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল। এনিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনাল খেলছে বরিশাল। এরআগে ২০১২ সালে প্রথম আসরে ফাইনালে ওঠেছিল তারা।

আজ বিপিএলের দ্বিতীয় এবং শেষ কোয়ালিফায়ারে ১৬১ রানের লক্ষ্যে খেলতে নামে বরিশাল। খেলার শুরুতেই ২ উইকেটে হারিয়ে বিপদে পড়ে বরিশাল। কিন্তু সাব্বির রহমান ও শাহরিয়ার নাফিসের তৃতীয় উইকেট জুটিতে ১২৪ রান জয়কে সহজ করে দেয়।

 শাহরিয়ার নাফিস ৪০ বলে ৪৪ রান করে রান আউট হন। সাব্বির করেন ৪৯ বলে ৭৯ রান। ৩টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে তিনি এ রান করেন। শেষ পর্যন্ত কেভন কুপার (১০) এবং রায়াদ এমরিত (৭) তিন বল হাতে রেখেই ১৬৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়েন।
এরআগে সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬০ রান সংগ্রহ করে সাকিবের রংপুর রাইডার্স। লেন্ডল সিমন্সের ৭৩ রানে ভর করে এই লড়াকু সংগ্রহ দাঁড় করায় তারা। বিজয়ী বরিশাল বুলস ১৫ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনাল খেলবে।