শেষদিনে ৫৬ জনের মনোনয়ন প্রত্যাহার

প্রকাশ: ২০১৫-১২-১৩ ২২:৫১:৪৫


ecআসন্ন পৌর নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রোববার ৫৬ মেয়র প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরমধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ২৫ জন, বিএনপির বিদ্রোহী প্রার্থী ১৪ জন, জাপার ৩ জন, জাসদের ২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ১২ জন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী চাঁদপুরের ফরিদগঞ্জের আবুল খায়ের পাটওয়ারী, রাঙ্গুনিয়ার কামরুল, লক্ষ্মীপুরের রামগঞ্জের বেলাল এবং শেরপুর সদরের হুমায়ুন কবীর।

বিএনপির প্রার্থী মেহেরপুর গাংনির আসাদুজ্জামান,  চাঁদপুরের ফরিদগঞ্জের ইমাম হোসেন। এছাড়া, চাঁদপুরের ফরিদগঞ্জের জাতীয় পার্টির প্রার্থী মো. সফিকুল ইসলাম পাটওয়ারী এবং নারায়ণগঞ্জ সোনারগাঁ’র স্বতন্ত্রপ্রার্থী সাইদুর রহমান মোল্লার নাম জানা গেছে। আগামীকাল সোমবার থেকে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।