সরকার বিদেশি নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ
|| প্রকাশ: ২০১৫-০৯-৩০ ১৫:১১:২১ || আপডেট: ২০১৫-০৯-৩০ ১৫:১১:২১


দীর্ঘ প্রায় আট মাস পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইতালীয় নাগরিক হত্যায় বিএনপি-জামায়াতের সম্পৃক্ততা আছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর জন্য বিএনপি-জামায়াতকে দায়ি করে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। এটা নতুন কিছু নয়। এর মাধ্যমে তারা দায় এড়াতে চায়।
এ ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বলেছেন তিনি।
সানবিডি/ঢাকা/রাআ