এম এ খালেক ও খালেদকে জরিমানা; বিও জব্দ বিএসইসির
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-০৪ ০০:১৯:২৯
পুঁজিবাজারের আলোচিত ব্যক্তি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান এম এ খালেক ও পরিচালক রুবাইয়াত খালেদ জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ কমিশনের ৭৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসি সূত্র মতে, ঘোষণা ছাড়াই এম এ খালেক ও তার স্ত্রী রুবাইয়াত খালেদ যথাক্রমে ৩২ লাখ ৮১ হাজার ২৬৬ টি এবং ২ লাখ ৬ হাজার ৭৭৭ টি শেয়ার নিষিদ্ধ সময়ে বিক্রি করেছে। একই সাথে এ সংক্রান্ত কর পরিশােধ করেনি।
এর মাধ্যমে বিএসইসি ও ডিএসই আইন লঙ্ঘন করেছে। আইন লংঘনের জন্য কমিশন এম এ খালেককে ১০ লাখ টাকা এবং রুবাইয়াত খালেদকে ৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সাথে, জরিমানা আদায় না হওয়া পর্যন্ত উভয়ের বিও হিসাব জব্দ করেছে।