চিকিৎসকদের জন্য টেলিমেডিসিন গাইডলাইন প্রস্তুত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৩ ১৭:২০:১৮


প্রথমবারের মতো দেশের সকল চিকিৎসকদের জন্য টেলিমেডিসিন গাইডলাইন প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমডিসি এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে বিএমডিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অনেক দেশে টেলিমেডিসিন সার্ভিস দীর্ঘদিন ধরে চালু রয়েছে এবং  টেলিমেডিসিন গাইডলাইন সেসব দেশের হেলথ রেগুলেটরি সংস্থা তথা মেডিক্যাল কাউন্সিলের মাধ্যমে অনুমোদিত।

চলমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে বিএমডিসি টেলিমেডিসিন গাইডলাইন তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে। দেশের চলমান স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখার প্রক্রিয়ায় রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রথমবারের মতো একটি টেলিমেডিসিন গাইডলাইন তৈরি করেছে।

বিএমডিসি বিশ্বাস করে, এই টেলিমেডিসিন গাইডলাইন চিকিৎসকদের রোগীর স্বাস্থ্যসেবা দিতে সহায়ক ভূমিকা পালন করবে।

প্রসঙ্গত, দেশে গত মার্চ মাসে কোভিড প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে নন কোভিড রোগীদের ভোগান্তি চরমে ওঠে। জরুরি প্রয়োজনেও সংক্রমণ আতঙ্কে চিকিৎসক এবং রোগী হাসপাতাল এড়িয়ে চলতে থাকে।

তারপর থেকেই অনেক চিকিৎসক ব্যক্তিগতভাবে রোগীদের টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। দেশে এ পর্যন্ত মোট কত মানুষ টেলিমেডিসিন সেবা নিয়েছেন, তার তথ্য না থাকলেও স্বাস্থ্য অধিদফতর বৃহস্পতিবার  (৩ সেপ্টেম্বর) তাদের কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন পর্যন্ত দুই লাখ ৮৯ হাজার ১৪৮ জন মানুষ টেলিমেডিসিনের মাধ্যমে কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

সানবিডি/এনজে