ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের মানববন্ধন
গ্যাসের দাম বৃদ্ধি সরকারবিরোধী ষড়যন্ত্র
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৯-০৩ ১৮:২০:০৬
মহামারি করোনাভাইরাসে গোটা দেশের মানুষ সংকটে। কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। এমন সময়ে সরকারকে পাস কাটিয়ে গ্যাসের মূল্য বৃদ্ধি সরকার বিরোধী ষড়যন্ত্র। মূলত সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতেই গ্যাস প্রডিউসার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশন অব বাংলাদেশ এ ধরণের জনবিরোধী উদ্যোগ নিয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব সম্মুখে ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ-কমিটির সদস্য ব্যারিস্টার জাকির আহাম্মদ।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ মুটো ফোন গ্রাহক সমিতির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. শরীফ সাকি, সহ সভাপতি মির্জা শরীফুল আলম, গণমাধ্যম ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ চাঁন মিয়া, শারমিন পারভীন লিজা, সংগঠনের সমন্বয়কারী, মোস্তফা আল ইহজাজ, আইরিন অধিকারী, চলচিত্র পরিচালক সায়মন তারিক, এ্যাড: কাজী সুফিয়া জামান, মোঃ আবদুল হাই সবুজ, সহ আরও নেতৃবৃন্দ।
মানববন্ধনে জানানো হয়, গ্যাস প্রডিউসার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক ১৩ আগস্ট ২০২০ হঠাৎ করে খুচরা ব্যবসায়ীদের মুল্য বৃদ্ধির নোটিশ দিয়ে ১৬ আগস্ট থেকে ২০ টাকার কিউবিক মিটার অক্সিজেন এর মুল্য ২৭ টাকা নির্ধারন করে যাহা অযৌক্তিক ও করোনাকালে অমানবিকও বটে । কার্বনডাই অক্সাইড এর মুল্য ২৫ টাকা কেজি থেকে ৩০ টাকা নির্ধারন করা হয়। আর্গন গ্যাসের মুল্য ১৩০ টাকা হতে বাড়িয়ে ২০০ টাকা নির্ধারন করা হয়। এসিটিলিন গ্যাস এর মূল্য ৪৫০ টাকা থেকে ৫৫০ টাকা করা হয় । বর্তমানে লক্ষাধীক করোনা রোগী ও সাধারন ভোক্তা সহ ৪৮০ জন ছোট বড় খুচরা ব্যবসয়ী ও প্রায় ১ লক্ষাধীক শিল্প কল-কারখানার মালিক ও ১০ লক্ষাধীক শ্রমিক গ্যাস প্রডিউসার এন্ড ইম্পোর্টার এসোসিয়েশন অব বাংলাদেশের কাছে এক প্রকার জিম্মি হয়ে আছে।
বক্তারা বলেন, বৈশ্বিক এই মহামারীর মধ্যে সারা পৃথিবীর মানুষ যেখানে তার জীবন ও জীবিকার জন্য শংকিত। প্রতিটি দেশের সরকার তার নাগরিকদের জীবিকা ও জীবনরক্ষার জন্য নানান পরিকল্পনা প্রনোদনা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা করছে। সেখানে এই অসময়ে এমন কি যৌক্তিক বৈশ্বিক কারন ছিল দেশে অক্সিজেন, এসিটিলিন, আরগন, কার্বনডাই অক্সাইড গ্যাসের দাম বৃদ্ধির?
বক্তারা আরো বলেন, করোনা কালীন সময়ে শ্রমিকদের বেতন কমানো হচ্ছে। শহর ছেড়ে মানুষ গ্রামে চলে যাচ্ছে। বিভিন্ন কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ অসহায় জীবন-যাপন করছে এমন সময় হঠাৎ করে গ্যাসের দাম বৃদ্ধি করা যুক্তিযুক্ত নয়। দেশে বিদ্যুৎ এর দাম বৃদ্ধি হয়নি, জালানি তেলের দাম বৃদ্ধি ও হয়নি, আন্তর্জাতিক বাজারে কাঁচামাল এর মুল্য বৃদ্ধিও হয়নি, তাহলে প্রশ্ন উঠেছে এই সিদ্ধান্ত কি সরকারকে বেকায়দায় ফেলানো জন্য? না অসহযোগিতার জন্য?
এছাড়া অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এসোসিয়েশনের এক অনশন কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার জাকির আহাম্মদ।
সানবিডি/জিইউ/আরএম/১৮.১৮/৩/৯/২০