করোনায় আরো ২৯ জনের মৃত্যু, শনাক্ত ১৯২৯

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৪ ১৬:৫১:১৫


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ১৯২৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ২১ হাজার ৬১৫ করোনা রোগী।

অন্যদিকে, একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও ২৯ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪১২ জনে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২১১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৯১ জন।

সানবিডি/আরএম/১৬.৫১/৪/৯/২০