রাজধানীতে বাসের চাপায় থেতলে গেলো নারীর পা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৪ ১৭:১০:৪১
রাজধানীর বনানীতে দ্রুতগামী বাসের চাপায় অজ্ঞাত-পরিচয় এক নারীর (৪০) পা থেতলে গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।
তিনি জানান, শুক্রবার সকাল ১১টার দিকে বনানী ১১ নম্বর সড়ক পার হচ্ছিলেন ওই নারী। এসময় দ্রুতগামী এক বাস তাকে চাপা দেয়। এতে তার পা থেতলে যায়।
আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করে দুপুরের দিকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করে বনানী থানা পুলিশ।
সানবিডি/আরএম/১৭.১০/৪/৯/২০