পেঁয়াজের দাম বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৯-০৪ ১৯:২৪:৫২


আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। ৪৫ টাকা কেজির দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বন্যার অজুহাতে সবজির দামও ঊর্ধমুখী। সরবরাহ বেশি থাকায় ইলিশের  বাজার দর নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ক্রেতারা।

রাজধানীর বেশ কয়েকটা বাজার ঘুরে দেখা যায়, গেলো তিনদিনে কেজিতে দেশি পেঁয়াজের দাম ২০ টাকা বেড়েছে। এখন এসব পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। দোকানিদের দাবি, সরবরাহ কম তাই দাম বেশি। তবে সিন্ডিকেটকেই দুষছেন ক্রেতারা।

কারওয়ান বাজারের এক পেঁয়ার বিক্রেতা বলেন, ‘গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কেজিতে ২৫টাকা বেড়েছে।’ গতকালকে যে পেঁয়াজ ৩৫টাকা কেজি দরে কিনেছেন সেই পেঁয়াজ এখন দ্বিগুন দামে কিনতে হচ্ছে বলে জানালেন ক্রেতারা।

সানবিডি/আরএম/১৯.২৪/৪/৯/২০