চেন্নাই বন্যাত্রাণে ২৫ লক্ষ অনুদান দিলেন হৃতিক রোশন

প্রকাশ: ২০১৫-১২-১৪ ১১:২৭:১২


Hriticবন্যা কতটা ভয়াবহ হতে পারে, তা মুম্বাই ভাল মতোই জানে! এই নগরীও একদা শিকার হয়েছিল জলের বাধার| খুব বেশি বছরের কথাও সে নয়| তবে, সব কিছুকে এই মুহূর্তে ছাপিয়ে গিয়েছে চেন্নাইয়ের দুর্দশা| মানবিকতা এবং একদা প্রত্যক্ষ করা অভিজ্ঞতার ভিত্তিতেই তাই ত্রাণে হাত মিলিয়েছে টলিউড আর বলিউড| সেই তালিকায় এবার নাম যুক্ত হল বলিউডের সবচেয়ে জনপ্রিয় সুপারহিরোর| চেন্নাই বন্যার দুর্গতদের সাহায্যের জন্য ২৫ লক্ষ অনুদান পাঠালেন হৃতিক রোশন|
২৩ লক্ষ টাকার একটি চেক এবং ২ লক্ষ টাকার ওষুধ- এই দুই হৃতিকের তরফ থেকে পেল বন্যাবিধ্বস্ত চেন্নাই| তবে, এর আগে শাহরুখ খান টিম ‘দিলওয়ালে’-র সঙ্গে মিলেমিশে যে অনুদান পাঠিয়েছিলেন, তার সঙ্গে সামান্য তফাত রয়েছে হৃতিকের| টাকার অঙ্কে নয়!
শাহরুখ এবং বলিউডের বেশির ভাগ তারকাই টাকাটা পাঠাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার উদ্ধার তহবিলে| চেন্নাই দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে হতিক কিন্তু ভুলেও রাজনীতির মধ্যে গেলেন না|
হৃতিক টাকা এবং ওষুধ পাঠিয়েছেন রামানাইডু চ্যারিটেবল ট্রাস্টে| বন্যাবিধ্বস্তদের সাহায্যের জন্য ইদানীং এই ট্রাস্টের হয়ে যাবতীয় উদ্যোগ নিয়েছেন ‘বাহুবলী’-খ্যাত জনপ্রিয় অভিনেতা রানা ডুগ্গুবতি| স্বাভাবিক ভাবেই সরাসরি হৃতিকের সমর্থন পেয়ে আপ্লুত রানা| ”হৃতিক চেন্নাই দুর্গতদের পাশে থাকার কথা দিয়েছিল| সেই কথা ও রেখেছে| হৃতিকের এই সাহায্যের জন্য চেন্নাই ওঁর কাছে কৃতজ্ঞ রইল”, বলছেন রানা| সূত্র: সংবাদ প্রতিদিন, ভারত