বিপিএল না হলে ২৫ কোটি টাকা লোকশান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৫ ২১:০৩:০৬


চলমান মহামারী করোনাভাইরাসের কারণে বড় ক্ষতি হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ভয়ঙ্কর এই  ছোঁয়াচে ভাইরাসের কারণে পিছিয়ে গেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)বছরের শেষ দিকে হওয়ার কথা । করোনার কারণে ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্ট যদি না হয় তাহলে বিসিবির প্রায় ২৫ কোটি টাকা ক্ষতি হবে।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ হলে বিসিবির কোষাগারে জমা হতো ৩ লাখ ডলার, বিশ্বকাপের সুপার টেনে গেলে বাংলাদেশ পেত আরও ৫০ হাজার ডলার আর টপ ফোরে গেলে পেত ৭ লাখ ডলার। এশিয়া কাপ থেকে আসত অন্তত ২ লাখ ডলার। বিপিএল থেকে প্রায় ২৫ কোটি টাকা লাভের আশা ছিল।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলছেন, করোনায় বিসিবির আর্থিক ক্ষতি হচ্ছে। বিপিএল না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

বিসিবির আয়ের মূল উৎস দুটি। প্রথমত স্পন্সর, রাইটস বিক্রি, ঘরোয়া টুর্নামেন্ট থেকে আয়। আর ৫০ ভাগ আসে আইসিসি ও এসিসি থেকে।