গ্রিসের সঙ্গে যে কোন মুহুর্তে তুরস্কের যুদ্ধ!
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-০৭ ০৯:১৬:২১
গ্রিসের সঙ্গে যে কোন মুহুর্তে তুরস্কের যুদ্ধ বেঁধে যেতে পারে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের ন্যাশনাল মুভমেন্ট পার্টির প্রধান দেভলেত।তিনি বলেন গ্রিসের সঙ্গে যুদ্ধ সময়ের ব্যাপার মাত্র। শুক্রবার আরবি ভাষার সংবাদমাধ্যম নিউ খালিজ এ খবর জানিয়েছে বলে মিডলইস্ট মনিটর’র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউরোপের দেশ তুরস্ক ও গ্রীসের মধ্যে উত্তেজনার কারণ ভূমধ্যসাগরে সাগরসীমার ডিমার্কেশন ও হাইড্রোকার্বন নিয়ে । বৃহস্পতিবার ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ ঘোষণা দেন, উত্তেজনা নিরসনে তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে গ্রিস। তবে দেশটির পক্ষ থেকে এমন ঘোষণার কথা অস্বীকার করা হয়েছে।
এক বিবৃতিতে দেভলেত বাহচেলি বলেছেন, ভূমধ্যসাগর ও আজিয়ান সাগরে আমাদের ঐতিহাসিক স্বার্থ থেকে সরে দাঁড়ানো মেনে নেওয়া যায় না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে গ্রিসের ক্ষুধা এবং সমুদ্রে নিমজ্জিত হওয়ার ইচ্ছে আবার জেগে উঠেছে। ভূমধ্যসাগর ও আজিয়ান সাগরে গ্রিসের সঙ্গে যুদ্ধ সময়ের ব্যাপার মাত্র।
তিনি আরও বলেন, আমাদের ভূখণ্ড দখলের জন্য গ্রিস আবারও লক্ষ্য নির্ধারণ করেছে। যেসব ভূখণ্ড থেকে ৯৮ বছর আগে আমরা তাদের তাড়িয়ে দিছিলাম। আমরা নতুন দখল পরিকল্পনার মুখোমুখি।
তুরস্কের ক্ষমতাসীন এরদোয়ানের দলের মিত্র দেভলেত আরও বলেন, এখন থেকে গ্রিসের আচরণ নির্ধারণ করবে উত্তেজনা বৃদ্ধি, যা রক্ত ঝরাবে।