জানুয়ারি থেকে মাস্টার্স কোর্স চালু করবে বিআইসিএম
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-০৯-০৭ ১৬:৩৮:৪৭
পুঁজিবাজারের একমাত্র প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আগামী জানুয়ারি মাস থেকে মাস্টার্স কোর্স চালু করতে চায়। প্রতিষ্ঠানটি পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ নিয়েছে।
বিআইসিএম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (affiliation) অধিভুক্তি নিয়ে এ কোর্সটি চালু করবে ।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও বিআইসিএমের নতুন নির্বাহী প্রেসিডেন্টের মধ্যে সৌজন্য স্বাক্ষতকালে এসব কথা বলেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।
অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, পুঁজিবাজারের উন্নয়নে কাজ করছে সরকার। পুঁজিবাজারে সরকারি একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে সরকার এবং অর্থমন্ত্রণালয় বিআইসিএমকে সব ধরণের সহযোগিতা করছে। আগামীতেও তারা এই সহযোগিতা অব্যহত রাখবে। বিনিময়ে বিআইসিএম পুঁজিবাজার সংশ্লিসষ্ট সবাইকে প্রশিক্ষণের কাজটি করবে।
তিনি বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আমাদের রেগুলার কাজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (affiliation) অধিভুক্তি হয়ে একটি মাস্টার্স কোর্স চালু করতে চাই। বিআইসিএমের পরিচালনা পর্ষদে তা অনুমোদন দেওয়া হয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে আমরা আগামী জানুয়ারি মাসেই তা শুরু করতে করবো।
অধ্যাপক ড. মাহমুদা আক্তার আরও বলেন, এই কোর্সটি সবার জন্য উন্মুক্ত থাকবে। স্নাতক (সম্মান) সম্পন্ন যে কোন ছাত্র-ছাত্রী ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই কোর্সের একটি নকশা করা হয়েছে। এখানে ১৬টি কোর্স থাকবে। এর বাহিরে একটি প্রজেক্ট পেপার করতে হবে। সব মিলিয়ে ৫১ ক্রেডিট হবে। এছাড়াও যারা অর্থনীতি, ফিন্যান্স, হিসাব বিজ্ঞান, মার্কেটিংয়ের বাহিরে আসবে তাদেরকে মৌলিক ধারণা দেওয়ার জন্য কিছু বিষয় পড়ানো হবে।
সিএমজেএফের প্রেসিডেন্ট মো. হাসান ইমাম (রুবেল) বলেন, বিআইসিএমের সাথে আমাদের আত্মার সম্পর্ক। বিআইসিএমের প্রতিষ্ঠার আগ থেকেই বিষয়টি আমি জানতাম। ফলে বিআইসিএম ভালো করলে সেটি আমাদের জন্য আনন্দের। বিআইসিএমের সকল ভালো কাজে সিএমজেএফ পাশে থাকবে।
সিএমজেএফের সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, পুঁজিবাজারের সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সিএমজেফ প্রতিষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা। আগামীতেও আমাদের সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিআইসিএমকে আমরা পাশে চাই।
এসময় সিএমজেএফের সহ-সভাপতি এম এম মাসুদ,যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এ কালাম, অর্থ সম্পাদক আবু আলী, ইসি সদস্য মাহফুজুর রহমান, নিয়াজ মাহমুদ, গিয়াস উদ্দিন ও নাজমুল হোসেন ফারুক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সিএমজেএফের প্রকাশনা বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্টের হাতে তুলে দেন সিএমজেএফ নেতারা।
সানবিডি/জিইউ/আরএম/১৫:৫৭/৭/৯/২০