ব্লক মার্কেটে লেনদেন ৩৯ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৭ ১৫:৫৩:৫৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি কোম্পানির ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার ৪৭৩টি শেয়ার ৯২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৯ কোটি ৪২ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১০ কোটি ৪৩ লাখ ৯২ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ২১ লাখ ৪৫ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবি ব্যাংকের।

এছাড়া স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭ লাখ ৭৮ হাজার টাকার, সাউথইস্ট ব্যাংকের ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৪৩ লাখ ৩৪ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার টাকার, সী পার্লের ২৮ লাখ ১৪ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫৭ লাখ টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ কোটি ২০ লাখ টাকার, ওয়াইম্যাক্সের ১৩ লাখ ৬০ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫ লাখ ২০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৬০ লাখ ২৮ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯৯ লাখ ১৭ হাজার টাকার, জিকিউ বলপেনের ২৭ লাখ ৬০ হাজার টাকার, ফাইন ফুডসের ৬ লাখ ৭৪ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ৪ হাজার টাকার, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১৮ লাখ ৭৬ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার টাকার, বেক্সিমকোর ১ কোটি ৪০ লাখ টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১১ লাখ ৫৬ হাজার টাকার এবং আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৯ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:৫৩/৭/৯/২০