মাইক্রোবাস চাপায় পুলিশ নিহত
প্রকাশ: ২০১৫-১২-১৪ ১৩:৩৬:২২
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে মাইক্রোবাস চাপায় জামিরুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে বারোবাজার চেকপোস্টে গাড়ি চেকিং করছিল পুলিশ। এসময় একটি মাইক্রোবাসকে থামতে নির্দেশ দেন জামিরুল ইসলাম। কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে তাকে চাঁপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।