তেলআবিবে ক্ষেপণাস্ত্র হামলার সামর্থ্য রয়েছে হামাসের

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-০৭ ১৭:০৩:২৬


অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

লেবাননে অবস্থিত ফিলিস্তিনের একটি শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া এ কথা বলেন।খবর আরব নিউজের।

ইসরাইলের অধিকৃত গাজা এলাকাটি মূলত শাসন করছে হামাস। সম্প্রতি ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে প্রায়ই আগুনে বেলুনসহ রকেট হামলা চালায় হামাস সমর্থিত ফিলিস্তিন যুবকরা।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিডন বন্দরের পাশে এইন এল-হেলওয়ে শরণার্থী শিবির পরিদর্শনে গেলে সেখানকার ফিলিস্তিন শরণার্থীরা ইসমাইল হানিয়াকে কাঁধে নিয়ে উল্লাস করেন।

এ সময় হামাসের এই নেতা জানান, তাদের সঙ্গে আর গাজায় সংঘর্ষ হবে না, আমরা এখন তেলআবিব হামলা করব। সেই সামর্থ্য এখন আমাদের আছে।

সানবিডি/এনজে