বশেমুরবিপ্রবিতে কর্মচারীদের অবস্থান কর্মসূচি

:: প্রকাশ: ২০২০-০৯-০৭ ১৮:০৬:৫৬


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন পরিশোধের দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারীরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে উক্ত কর্মচারীরা।

এ বিষয়ে কর্মচারীদের পক্ষে শেখ নাহিদ জানান, ইতোপূর্বে আমরা ৩ দফা দাবিতে কর্মসূচি পালন করেছি। তবে স্থায়ী নিয়োগ এবং নীতিমালা অনেকটা একই দাবি হওয়ায় বর্তমানে অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন পরিশোধ, এই ২টি দাবি আদায়ে কাজ করছি।

বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব কর্মস্থলে যোগদানের দ্বিতীয় দিনেই এই অবস্থান কর্মসূচিতে নেমেছে অস্থায়ী কর্মচারীরা।

উল্লেখ্য প্রায় ১৩ মাস যাবৎ অস্থায়ী কর্মচারীদের বেতন, ভাতা বন্ধ রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তিন দফা দাবি নিয়ে কর্মচারীরা ২০১৯ সালের নভেম্বর হতে নানা আন্দোলন কর্মসূচি পালন করে আসছে।

সানবিডি/আরএম/১৮.০৬/৭/৯/২০