ড্রাগন সোয়েটারের শ্রমিকদের বিক্ষোভ; ব্যাখা দিলো কোম্পানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৮ ০০:০৯:৩৯
বিক্ষোভ কর্মসূচী পালন করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের শ্রমিকরা। আজ সোমবার রাজধানীর বিজয়নগরের শ্রমভবনের সামনে ড্রাগন গ্রুপ শ্রমিক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতারা এই কর্মসূচী পালন করে তারা।
বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, কোম্পানি কর্তৃপক্ষ বেতন না দিয়ে বিনা নোটিশে আমাদের চাকরিচ্যুতি করেছে। একই সাথে কোম্পানিটি ঈদ বোনাসও দেয়নি। তবে ভিন্ন কথা বলছেন কোম্পানি কর্তৃপক্ষ।
শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম বলেন, ২৫ মার্চ থেকে কোন শ্রমিককে কারখানায় ডুকতে দেওয়া হয়নি। অন্যদিকে শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটির টাকাসহ আইনগত সব পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে।
এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা গোলাম কুদ্দুস সানবিডিকে বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে সরকারী সিদ্ধান্ত মোতাবেক আমাদের কারখানা বন্ধ ছিলো। পরবর্তীতে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ এপ্রিল কারখানা চালু করেছি। ওই সময় শ্রমিকদের আসার জন্য বলা হয়েছে। যারা কাজে যোগ দেয়নি; তাদের গ্যাপ পুরণ করার জন্য আমরা নতুন শ্রমিক নিয়োগ দিয়েছে। এখন পুরনো শ্রমিকরা এসে কাজ করতে চায়।
তিনি বলেন, বর্তমানে ড্রাগন সুয়েটারের অবস্থা অনেক ভালো। পুরোদমে আমাদের কার্যক্রম চলছে। সাংবাদিকদের মধ্যে কেউ চাইলে গিয়ে দেখে আসতে পারেন। সবার জন্য আমার কারখানা উন্মুক্ত আছে।
উল্লেখ, ২০১৬ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন হলো ১৭৪ কোটি টাকা। কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩১ শতাংশ শেয়ার রয়েছে। বাকী শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৩১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫০ দশমিক ৫২ শতাংশ শেয়ার।