কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপিত

প্রকাশ: ২০১৫-১২-১৪ ১৮:৫২:৪৪


JKKNIU 1শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সোমবার সকালে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। এরপর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য’ ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, বিভিন্ন অনুষদের ডীন, হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধানগণ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন।

পরে ‘কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় চারজনের কার্যকর হয়েছে এবং বাকীদের রায়ও কার্যকরের পথে বিধায় আজকের বুদ্ধিজীবী দিবস কিছুটা স্বস্তির দিন।’

তিনি বলেন, ‘পাকিস্তান একটি সাম্প্রদায়িক রাষ্ট্র আর বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ভাষাভিত্তিক জাতীয়তাবাদের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্র। অসাম্প্রদায়িক রাষ্ট্র হওয়ায় বাংলাদেশ আজ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক তথা সার্বিক উন্নয়নে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আজ গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত, অর্থনীতি উন্নত হয়েছে, দেশের পরিবেশ উন্নত হয়েছে আর এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ পুরস্কার অর্জন করেন।’

সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘জাপান আজ বিশ্বে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত, কারণ তারা কখনও পরাধীন ছিল না। আমরাও যদি কখনও পরাধীন না থাকতাম এবং দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা না হতো তাহলে আমাদের দেশও আজ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারত।’ তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে যারা দেশের বিরোধীতা করেছিল তারা এখনও দেশের উন্নয়ন চায় না এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করে।’

এছাড়া আলোচক হিসেবে কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো: মাহবুব হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: হাবিবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম, কর্মকর্তা পরিষদের সভাপতি মো: আব্দুল হালিম আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপন উপ-কমিটির সদস্য সচিব রেজুয়ান আহমেদ শুভ্র। আলোচনায় শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মামুন রেজা।

সানবিডি/ঢাকা/আজিজার/এসএস