ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২০-০৯-০৮ ১৪:০৯:২৫


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি তরল খাবার খাচ্ছেন। তবে ডান পাশটা এখনো অবশ রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার বিষয়ে সাংবাদিকদের কাছে এসব কথা জানান নিউরো ট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন।

তিনি বলেন, ওয়াহিদা খানমের জ্ঞানের মাত্রা সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে। হাসপাতালের এইচিডিউতে পর্যবেক্ষণে থাকা ইউএনও ওয়াহিদা মুখে লিকুইড খাবার খাচ্ছেন। অন্যান্য কন্ডিশনগুলোও মোটামোটি ভালো উন্নতি হয়েছে। তবে শুধু ডান হাতটা আগের মতোই আছে। ফিজিওথেরাপি চলছে।

সানবিডি/আরএম/১৪.০৯/৮/৯/২০