ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৯-০৮ ১৬:১১:০৮


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২০টি কোম্পানির ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৭৪ লাখ ৬৬ হাজার ৫৯০টি শেয়অর ৯০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৫ কোটি ১০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫৯ লাখ ৭৫ হাজার টাকার বারাকা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

এছাড়া স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫ হাজার টাকার, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৪২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ কোটি ২৩ লাখ ৯ হাজার টাকার, সী পার্লের ৩০ লাখ ১০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৪ হাজার টাকার, প্রাইম ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ ৮ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭৯ লাখ ৮০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৩১ লাখ ৫০ হাজার টাকার, কেঅ্যান্ডকিউয়ের ৪৯ লাখ টাকার, ইনটেকের ৫১ লাখ ৭৬ হাজার টাকার, গ্রামীণফোনের ১৫ লাখ ৫০ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৩৬ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩০ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ১ কোটি ৩ লাখ ৩৭ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৬ লাখ ৬৭ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকার এবং আমরা টেকনোলজিসের ৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:১০/৮/৯/২০