সূচক পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-০৯-০৯ ১১:৩৩:০৬
আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন সকাল ১১টা ২০ মিনিট পর্যন্ত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সকাল ১১টা ২০ পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসই এক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯৬৭ পয়েন্টে। আর ডিএসই এস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭২৫ পয়েন্টে।
আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ১৬১টির, দর কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ২৪ লাখ ৬৬ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৪৬ পয়েন্টে।
সানবিডি/আরএম/১১.৩২/৯/৯/২০