শেয়ার হস্তান্তর করবে ন্যাশনাল লাইফের উদ্যোক্তা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-০৯ ১৩:৪২:১৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মাহমুদুল হক তাহের ১ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির মোট ৭ লাখ ৮৮ হাজার ৪২১টি শেয়ার রয়েছে মাহমুদুল হকের কাছে। এর মধ্যে থেকে স্ত্রী রওশন আরা বেগমকে দেড় লাখ শেয়ার  হস্তান্তর করা হবে।

ন্যাশনাল লাইফের উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসাবে উল্লেখিত পরিমাণ শেয়ার স্ত্রীকে দিতে পারবেন।

সানবিডি/ঢাকা/এসআই ১:৩৮;৯/৯/২০২০