লুজারের শীর্ষ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-০৯ ১৫:৪৭:২৬
বুধবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১০২.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১.৩০ টাকা বা ৯.৯৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগারের ৯.২৪ শতাংশ, জুট স্পিনার্সের ৯.০১ শতাংশ, জিলবাংলা সুগারের ৮.৮৪ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৮.৭১ শতাংশ, ইমাম বাটনের ৭.০৪ শতাংশ, আফতাব অটোর ৫.১৬ শতাংশ, জাহিনটেক্সের ৫.০৬ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪.৯৪ শতাংশ এবং সমতা লেদারের শেয়ার দর ৪.৭৮ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/ঢাকা/এসআই ৩:৪৩;৯/৯/২০২০