বেড়েছে ইলিশের দাম
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-১১ ১৩:৫৮:৪৭
ইলিশের ভরা মৌসুম হলেও গত কয়েক দিনের ব্যবধানে বেড়েছে ইলিশের দাম। বিশেষ করে রাজধানীর বাজারগুলোতে ইলিশের দাম কেজিতে বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা।
বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। গতকাল বৃহস্পতিবারও এই ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৬৫০ থেকে ৭০০ টাকায়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাঁজার, নিউমার্কেট কাঁচাবাজার, মিরপুর-১ নম্বর কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতাদের কাছে দাম বাড়ার কারণ জানতে চাইলে তারা বলেন, গত কয়েকদিনের তুলনায় মাছের সরবারাহ কম রয়েছে। শুনেছি জেলেদের জালে মাছ কম ধরা পড়েছে। চাহিদার তুলনায় কম থাকায় দাম একটু বাড়তি।
এ বিষয়ে কারওয়ান বাজারের মাছ বিক্রেতা শামীম হোসেন বলেন, বাঁজারে ইলিশের চাহিদা বেশি। গত কয়েকদিন মাছ অনেক বেশি এসেছে। তাই দামও একটু কম ছিল। আজ মাছ কম এসেছে তাই দাম বেশি। এছাড়া, শুক্রবারে সব কিছুরই দাম একটু বেশি থাকে।
মিরপুর-১ নম্বর বাজারের মাছ বিক্রেতা মিলন হাওলাদার বলেন, গত কয়েকদিন মাছের দাম একটু কম ছিলো। আজকে হঠাৎই দাম বেড়েছে। সব বাজারেই একই অবস্থা। দাম বেশি হলেও চাহিদা রয়েছে। বিশেষ করে পদ্মার ইলিশের চাহিদা খুব বেশি। তাই পদ্মার ইলিশের দামও অন্যসব ইলিশের তুলনায় বেশি।
তিনি বলেন, ১ কেজি বা এর চেয়ে একটু বেশি ওজনের ইলিশের দাম রাখা হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। গতকালও প্রতি কেজি ইলিশ ৭০০ টাকায় বিক্রি হয়েছে। আজ ৫০০ গ্রামের ওজনের ইলিশের দাম রাখা হচ্ছে ৫২০ থেকে ৫৫০ টাকা কেজি। যা গতকাল বিক্রি হয়েছে সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে।
মোস্তাফিজুর রহমান নামে এক ক্রেতা বলেন, ইলিশের দাম কম শুনে বাজারে এলাম। এসে দেখি উল্টো চিত্র। বাজারে ইলিশের সরবরাহ কম বলে তো মনে হচ্ছে না। কিন্তু বিক্রেতারা দাম বেশি রাখছে।
সানবিডি/আরএম/১৩.৫৬/১১/৯/২০