চাঁদপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষ নিয়ে লড়বেন আক্তার মাঝি
:: প্রকাশ: ২০২০-০৯-১২ ১৫:৪৮:১৪
চাঁদপুর পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকে পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপি’র সভাপতি এবং চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আক্তার হোসেন মাঝি।
শুক্রবার গভীর রাত পর্যন্ত চাঁদপুর জেলা ও পৌর বিএনপির নেতৃত্ব পর্যায়ের একটি বৈঠক জেলা বিএনপির আহয়ক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে (মনিরা ভবন) অনুষ্ঠিত হয়।
বৈঠকে চারজন প্রার্থীর মধ্য থেকে শাহজালাল মিশন ও কাজী মো. ইব্রাহীম জুয়েল প্রার্থীতা প্রত্যাহার করে নেয় বলে একাধীক সূত্রে জানা যায়। পরে শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে মেয়র পদের প্রার্থীর নাম সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় তিনি বলেন, আমাদের দল থেকে চারজন প্রার্থী মনোনয়ন চেয়েছেন। আমরা দল থেকে চিন্তা ভাবনা করে জেলা বিএনপির যুগ্ম আহ্বয়ক ও সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন মাঝিকে চাঁদপুর পৌরসভার মেয়র পদে ধানের র্শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচন করার জন্য মনোনিত করেছি। আমরা এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবো। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে নির্বাচনে অংশ গ্রহণ করে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো।