২০০ কৃষককে সার-বীজ দিল কৃষক লীগ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১২ ১৯:২২:৫৬


ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কৃষক লীগ মাদারীপুরের শিবচর উপজেলার ২০০ জন বন্যার্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে।

আজ শনিবার দুপুরে এসব সার-বীজ বিতরণ করা হয়েছে। বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কৃষকরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কৃষক লীগ কৃষকের পাশে থেকে বন্ধুর মতো কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য যে সব প্রণোদনা দিচ্ছেন, তা তৃণমূল কৃষকের মাঝে সঠিকভাবে পোঁছে দিতে, তৃণমূলের কৃষক লীগকে আরও বেশি শক্তিশালী করার কোনো বিকল্প নেই।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, কেন্দ্রীয় নেতা নুরুল আলম সিদ্দিকী হক, ড. হাবিবুর রহমান মোল্লা, আজম খান, জেলা কৃষক লীগের সভাপতি জাকির হাওলাদার, সাধারণ সম্পাদক ইলিয়াস শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম, উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর প্রমুখ।

সানবিডি/এনজে