বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে আ.লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৩ ১৭:৫৯:৫১


আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মনোনীত হওয়া উপলক্ষ্যে রবিবার ধানমণ্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর বর্তমান সহ সভাপতি সিদ্দিকুর রহমান।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আ.লীগের নব নিযুক্ত শিল্প ও বাণিজ্য সম্পাদক।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে এফবিসিসিআই-এর সহ-সভাপতিকে অভিনন্দন জানিয়ে এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, “রাজনীতি ও অর্থনীতি একই মুদ্রার এপিঠ-ওপিঠ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০২০-২০৪১ এর রাজনৈতিক-অর্থনৈতিক পরিকল্পনার সুফলগুলো সুস্পষ্টভাবে দৃশ্যমান। দেশের তৈরি পোশাক শিল্প খাতে সেবা প্রদানকালে বাণিজ্য সহায়তা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আয় এবং বহুমুখী প্রভাব সৃষ্টি সহ নানান অর্থনৈতিক প্রচেষ্টার মাধ্যমে একজন অভিজ্ঞ উদ্যোক্তা হিসাবে সিদ্দিকুর রহমান সমাজে বিশেষ অবদান রেখেছেন।

তিনি আরও বলেন, আমাদের দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর সম্মানিত সহ সভাপতি হিসেবে তিনি কুটির শিল্প, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত (সিএমএসএমই) ও অর্থনীতির অন্যান্য বড় খাতগুলোকে বাণিজ্য সহায়তা প্রদান, সরকারের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন, প্রধানমন্ত্রীর ভিশন ২০২১-২০৪১, এলডিসি ২০২৩, এসডিজি ২০৩০, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করা, অর্থনীতিকে বৈচিত্র্যময় করা, ব্যবসা করা সহজতর করাসহ আরও অনেক কিছু নিয়ে কাজ করে যাচ্ছেন। সিদ্দিকুর রহমানের নতুন দায়িত্ব গ্রহণ এফবিসিসিআই সহ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য একটি সুসংবাদ। তার নতুন দায়িত্ব গ্রহণ স্টেকহোল্ডারদের সম্পৃক্ততাকে দৃঢ় করতে এবং আমাদের জাতীয় রাজনৈতিক-অর্থনৈতিক লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, “আ.লীগ আমাদের দেশের প্রাচীনতম রাজনৈতিক দল, যে দলে সকল পেশার প্রতিনিধিত্ব রয়েছে। তরুণ প্রজন্মকে ভবিষ্যতে রাজনীতিতে অবদান রাখার জন্য দায়িত্ব ও নীতি নিয়ে তাদের ক্যারিয়ার গড়তে হবে।“

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৭:৫৯/১৩/৯/২০