ফসলি জমি থেকে অবাধে বালু উত্তোলন করার ধুম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৩ ১৮:০২:৪৩


ফরিদপুর জেলায় আলফাডাঙ্গা উপজেলায় অবৈধভাবে ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন করার ধুম পড়েছে। বালু উত্তোলনের ক্ষেত্রে ব্যবসায়ীরা মানছে না কোন সরকারি নিয়ম নীতি। অবাধে বালু কেটে বিক্রি করছে অনেকেই। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে স্থানীয়রা জানান।

সরেজমিনে দেখা যায়, আলফাডাঙ্গা পৌরসভার মিঠাপুর চরপাড়া গ্রামের শাহ আলমের ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে চরপাড়া রাস্তার কাজে ব্যবহার করছে প্রভাবশালী মহল। এ ছাড়াও কুসুমদি গ্রামে দুইটি ড্রেজার দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বালু ব্যবসায়ী শাহ আলমসহ আরো কয়েকজন অবাদে বালু উত্তোলন করছেন ওই এলাকায়।

বালু ব্যবসায়ী শাহ আলম বলেন, আমার নিজের জমিতেই ড্রেজার বসিয়ে বালি বিক্রি করছি। এ জন্য কারো কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম বলেন, এলাকার একটি মহল ফসলি জমি থেকে বালু কেটে অন্যত্র বিক্রি করছে বলে অভিযোগ পেয়েছি। তবে এর আগেও কয়েকটি জায়গায় অভিযান চালিয়েছি। কিন্তু যাওয়ার আগেই মেশিন সরিয়ে ফেলে ড্রেজার মালিকরা। এ জায়গায় দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার দিয়ে বালু কাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সানবিডি/এনজে