৩-১ গোলের জয়ে উদ্ভাসিত বার্সেলোনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৩ ১৯:৩৩:২৫
চলতি মৌসুমটা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জন ভিন্ন এক চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে। নতুন কোচ, লিওনেল মেসির ক্লাব ছাড়ার ঘোষণা দেয়ার পর সিদ্ধান্ত বদল, গত মৌসুমের ব্যর্থতা মুছে ফেলার মতো কঠিন চ্যালেঞ্জের শুরুটা মন্দ হয়নি। শনিবার রাতে প্রীতি ম্যাচে স্পেনেরে দ্বিতীয় বিভাগের দল হিমন্যাস্তিক দে তারাগোনার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।
এই ম্যাচে লিওনেল মেসি খেলেছেন প্রথম ৪৫ মিনিট। তবে গোলের দেখা পাননি তিনি। আলো ছড়িয়েছেন তরুণরাই। নতুন কোচ রোনাল্ড কোম্যানের জন্য যা স্বস্তির। রিকি পুইগ, ত্রিনকাও, কার্লেস আলেনিয়া, পেদ্রির মতো তরুণরা এদিন নিজেদের মেলে ধরার আপ্রাণ চেষ্টা করেছেন। বায়ার্ন মিউনিখে এক মৌসুম কাটিয়ে ফেরা ফিলিপে কুটিনহো পেয়েছেন গোলের দেখা।
নিজেকে হারিয়ে খোঁজা ফ্রেঞ্চ তারকা আতোয়াঁ গ্রিজমান করেছেন এক গোল। বার্সেলোনায় এসে ইনজুরির সঙ্গে লড়াই করতে থাকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে পুরোপুরি ফিট। মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচে গোল পেলেন তিনিও।
২৭শে সেপ্টেম্বর লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২০-২১ মৌসুম শুরু করবে বার্সেলোনা। তার আগে আরেকটি প্রস্তুতি ম্যাচে আগামী বুধবার জিরোনার মুখোমুখি হবে কাতালানরা।
সানবিডি/এনজে