এসএসসি পরীক্ষার-২০১৬: বাংলা

প্রকাশ: ২০১৫-১২-১৫ ১০:৪৪:০৩


ফাইল ছবি
ফাইল ছবি

১। জীবনানন্দ দাশ কোন বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন?

 

(ক) বাংলা                       (খ) ইংরেজি        (গ) ইতিহাস        (ঘ) রাষ্ট্রবিজ্ঞান

 

২। জীবনানন্দ দাশ কী কবি হিসেবে পরিচিত?

 

(ক) পল্লিকবি                    (খ) চেতনার কবি

 

(গ) প্রকৃতির কবি

 

(ঘ) আধুনিক জীবনসচেতন কবি

 

৩। কবির মতে, সেইদিন এই মাঠ কী হবে না?

 

(ক) শূন্য (খ) স্তব্ধ    (গ) ধ্বংস                     (ঘ) তৃপ্ত

 

৪। কী ছাই হয়ে গেছে?

 

(ক) এশিরিয়া                    (খ) বেবিলন        (গ) তাজমহল      (ঘ) সভ্যতা

 

৫। সেই দিন এই মাঠ কিসের তলে স্তব্ধ হবে না?

 

(ক) নদী-সমুদ্রের               (খ) চালতা ফুলের

 

(গ) নদী-নক্ষত্রের               (ঘ) স্বপ্নের

 

৬। সেদিনো পৃথিবী দেখবে-

 

(ক) আশা(খ) ভরসা   (গ) স্বপ্ন                     (ঘ) ধ্বংস

 

৭। কবি স্বপ্নকে কিসের সাথে তুলনা করেছেন?

 

(ক) সোনা  (খ) রূপা   (গ) হীরা                    (ঘ) লোহা

 

৮।কবি না থাকলেও চালতাফুল কিসে ভিজবে?

 

(ক) পানিতে                     (খ) বৃষ্টিতে

 

(গ) শিশিরে                                              (ঘ) মেঘে

 

৯। সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর-

 

(ক) পড়ে (খ) মরে (গ) ঝরে                                                (ঘ) শেষ হয়

 

১০।‘সেই দিন’ বলতে কবি কোন দিন বুঝিয়েছেন?

 

(ক) মৃত্যুর দিন                  (খ) যে দিনে তিনি থাকবেন না

 

(গ) ধ্বংসের দিন                (ঘ) বেদনার দিন

 

১১।প্রকৃতি স্তব্ধ হবে না কেন?

 

(ক) বিস্ময় বলে                 (খ) চিরস্থায়ী বলে

 

(গ) রহস্যময় বলে              (ঘ) গভীর মমত্ব আছে বলে

 

১২।‘সেদিনো দেখিবে স্বপ্ন’ বলতে কী বোঝায়?

 

(ক) প্রকৃতি মানুষের কল্পনাকে তৃপ্ত করে যাবে

 

(খ) প্রকৃতি মানুষকে অতৃপ্ত করে রাখবে

 

(গ) আপন সৌন্দর্য বিলিয়ে যাবে                    (ঘ) এগিয়ে যাবে

 

১৩।‘আমি চলে যাব’ কবি কোথায় চলে যাওয়ার কথা বলেছেন?

 

(ক) বিদেশে                                             (খ) দূরে             (গ) পরপারে                          (ঘ) অজানায়

 

১৪।‘নক্ষত্র’ বলতে কী বোঝায়?

 

(ক) মাটি (খ) চাঁদ     (গ) তারা                    (ঘ) আকাশ

 

১৫।পৃথিবীতে সোনার স্বপ্ন ঝরে না কেন?

 

(ক) মানুষ স্বপ্নময়ী বলে

 

(খ) পৃথিবী স্বপ্নময়ী বলে

 

(গ) প্রকৃতি মানুষকে তৃপ্ত করে বলে

 

(ঘ) প্রকৃতি চিরস্থায়ী বলে

 

১৬।‘স্তব্ধ’ শব্দটির সমর্থক শব্দটি কোনটি?

 

(ক) নীরব                        (খ) কোমল         (গ) কলরব         (ঘ) অশান্ত

 

১৭। নক্ষত্র কোনটিকে নির্দেশ করে?

 

(ক) পৃথিবী                       (খ) সৌরজগত্     (গ) সূর্য                         (ঘ) নেপচুন

 

১৮।‘ঝিঙে ফুল’ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি বর্ণিত হয়েছে। এখানে ‘ঝিঙে ফুল’ কবিতার সাথে সাদৃশ্য রয়েছে-

 

(ক) প্রাণ                          (খ) সেইদিন এই মাঠ

 

(গ) মানুষ                         (ঘ) কপোতাক্ষ নদ

 

১৯। ‘সেইদিন এই মাঠ স্তব্ধ হবে নাকো জানি’-চরণটিতে কবির কী প্রকাশ পেয়েছে?

 

(ক) বিশ্বাস (খ) আবেগ (গ) চিন্তা (ঘ) প্রশ্ন

 

২০। লক্ষ্মীপেঁচার মাধ্যমে কোন বিষয়টি উপস্থাপিত হয়েছে?

 

(ক) শান্ত প্রকৃতি                (খ) সোনার স্বপ্নের

 

(গ) মঙ্গল কামনার                                     (ঘ) কলরবের

 

২১।‘সেইদিন এই মাঠ’ কবিতার কবির যে ধরনের উপস্থাপন শক্তির প্রকাশ ঘটেছে-

 

(ক) আবেগঘন                  (খ) বিস্ময়কর      (গ) বিচিত্র             (ঘ) কল্পনা

 

২২।‘সেইদিন’ বলতে বোঝায়-

 

i. মৃত্যুর দিন                     ii. কবির অনুপস্থিতির দিন

 

iii. প্রকৃতি শেষ হওয়ার দিন

 

নিচের কোনটি সঠিক?

 

(ক) i   (খ) ii  (গ) i ও ii    (ঘ) ii ও iii

 

২৩।প্রকৃতি টিকে থাকবে তার-

 

i. রূপ নিয়ে                       ii. রস নিয়ে         iii. গন্ধ নিয়ে

 

নিচের কোনটি সঠিক?

 

(ক) i ও ii                       (খ) i ও iii          (গ) ii ও iii           (ঘ) i, ii ও iii

 

উত্তর :১খ২.ঘ৩.খ৪.খ৫.ঘ৬গ৭.ক৮.গ৯.গ১০.খ১১.খ১২.গ১৩.গ১৪.গ১৫ক১৬ক১৭.গ১৮খ

 

১৯.ক২০.গ২১.খ২২.গ২৩.ঘ