তাহলে কি সালমান সাদি করছেন!

প্রকাশ: ২০১৫-১২-১৫ ১১:০৭:৩২


Salman1-655x360‘হিট রান অ্যান্ড রান’ মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন সালমান খান৷ আর তারপর থেকেই বলিপাড়ায় জোর জল্পনা, এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি৷ যদিও নিজে তিনি এ কথা বলেননি, কিন্তু বান্ধবী লুলিয়া ভান্তুরের সঙ্গে সম্প্রতি তাঁকে বেশ কয়েকবার দেখা গিয়েছে৷ আর তাতেই বেড়েছে জল্পনা৷

রোমানিয়ান অভিনেত্রীর সঙ্গে সালমানের রোম্যান্সের খবর নতুন নয়৷ কিছুদিiuliaa-6-141215ন আগে লুলিয়ার হাতে এনগেজমেন্ট রিং দেখে অনেকে ধরেই নিয়েছিলেন যে, সালমান বোধহয় গোপনে বিয়েটা সেরেই ফেলেছেন৷ যদিও তা সত্যি নয়৷ আসলে লুলিয়ার এক বন্ধুর নামও লুলিয়া৷ তার এনগেইজমেন্ট রিংই পরেছিলেন লুলিয়া৷ আর সে ছবি দেখার পর থেকেই জল্পনা ছড়ায়৷ যদিও লুলিয়া নিজে সব জল্পনায় জল ঢেলেছিলেন৷ সালমানও জানিয়েছিলেন যে রটনা ছড়াচ্ছে তা ছড়াক, তিনি বরং সব ঘটনায় মজাই পাচ্ছেন৷

এ ঘটনার পর আবার নতুন করে শুরু হয়েছে কথাবার্তা৷ এরমধ্যে বিচারে সালমান নির্দোষ প্রমাণিত হয়েছেন৷ সম্প্রতি বরুণ ধাওয়ানের বাড়িতে বান্ধবীকে নিয়ে যেতে দেখাও গিয়েছে তাঁকে৷  আর তাতেই তাঁদের বিয়ের ধারণা জোরদার হয়েছে৷ সালমানের মুক্তি পাওয়ায় অবশ্য বেশ খুশি লুলিয়া নিজে৷ তবে কি কোনও অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেওয়াই ছিল? বলিপাড়ায় সে জল্পনাই চলছে৷