আইটিডিকে ছয় ইউনিট ডাবল কেবিন পিকআপ দিলো এনার্জিপ্যাক

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-১৪ ১৮:১৫:২২


বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মোটর ভেহিকেল ডিভিশন (এমভিডি) সম্প্রতি আইটিডি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে ছয় ইউনিট জেএসি ডাবল কেবিন পিকআপ (টি৬) হস্তান্তর করেছে।

১৪ সেপ্টেম্বর (সোমবার) ছয় ইউনিট জেএসি ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করা হয়।

এনার্জিপ্যাক মোটর ভেহিকেল ডিভিশনের হেড অব অপারেশনস ও জেনারেল ম্যানেজার জসীম উদ্দিন (স্বপন), হেড অব করপোরেট সেলস আব্দুল্লাহ আল মারুফ এবং হেড অব সার্ভিস প্রকৌশলী শ্যামল দাসের কাছ থেকে আইটিডি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মেকানিক্যাল অ্যান্ড প্ল্যান্ট ম্যানেজার পাওয়াত পালেসর্ন ডাবল কেবিন পিকআপের চাবি গ্রহণ করেন।

এ সময় এনার্জিপ্যাক মোটর ভেহিকেল ডিভিশনের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসআই/১৮:১৪;/১৪/৯/২০