চোখের যত্নে যে সানগ্লাস পরা উচিত
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৫ ১১:৫৪:২৭
চোখের যত্নে আমরা সানগ্লাস ব্যবহার করে থাকি। তবে কেমন কেমন সানগ্লাস পড়তে হবে তা জেনে নেয়া খুবই জরুরী। রোদ থেকে সুরক্ষা পেতে ও ফ্যাশনে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে চোখ ভালো রাখতে গ্রে, বাদামি ও কালো রঙের সানগ্লাস পরা উত্তম।
আমাদের জেনে রাখা ভালো অনেকে ফুটপাত বা বিভিন্ন জায়গা থেকে নিম্নমানের সানগ্লাস ব্যবহার করেন, যা চোখের জন্য ক্ষতিকর। এমন অনেকে সানগ্লাস পরেন, যা চোখে দিলে আঁকাবাকা মনে হয় ও খুব একটা রোদের আলো নিয়ন্ত্রণ করতে পারেন না। এ ধরনের স্নানগ্লাস পরা উচিত নয়।
এছাড়া চোখের কর্নিয়া ও রেটিনাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে পারে এমন সানগ্লাস পরতে হবে।
নিম্নমানের সানগ্লাসে ব্যবহার করা হয় ক্ষতিকারক প্লাস্টিক। এ সানগ্লাস ইউভি রশ্মি থেকে রক্ষা তো করেই না উল্টো চোখের জন্য তা মারাত্মক ক্ষতিকারক। এসব সানগ্লাস ব্যবহারের ফলে চোখে ছানি পড়া ও শুকিয়ে যেতে পারে চোখের কর্নিয়াও।
এ ছাড়া মাথাব্যথা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখে কম দেখার সমস্যাও হতে পারে। এ ছাড়া খুব ঠাণ্ডা বা বেশি তাপে সানগ্লাস রাখা উচিত নয়। সানগ্লাস যদি ব্যবহার না করেন তাহলে বক্সে রাখতে হবে।