শেয়ার দর বৃদ্ধির শীর্ষে এশিয়া প্যাসিফিক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৫ ১৬:৪২:০৬
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৪৫ বারে ২৫ লাখ ৯৯ হাজার ৭৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৮ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ১হাজার ৫২৫ বারে ২৮ লাখ ৪৭ হাজার ৯৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৩ লাখ টাকা।
তৃতীয়স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৩৫ বারে ৩৭ লাখ ৫৬ হাজার ৫১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্রণী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬১ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৯ দশমিক ১২ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৯ দশমিক ০৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৮০ শতাংশ, এম্বি ফার্মার ৮ দশমিক ৭৪ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৭ দশমিক৮০ শতাংশ ও লিবরা ইনফিউশনের র ৭ দশমিক ৪৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:৪১/১৫/৯/২০