ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতির মৃত্যুতে এফবিসিসিআই সভাপতির শোক

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-১৫ ১৮:৪৯:৪৪


ফরিদপুর চেম্বার অব কমার্স- এর সাবেক সভাপতি, এফবিসিসিআইয়ের সাবেক জেনারেল সদস্য ও আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান খান -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এফবিসিসিআই -এর সভাপতি শেখ ফজলে ফাহিম। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) শোক বার্তায় এফবিসিসিআই -এর সভাপতি শেখ ফজলে ফাহিম শোক প্রকাশ করেন।

শোক বার্তায় এফবিসিসিআই -এর সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘‘ফরিদপুর চেম্বার অব কমার্স- এর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক জেনারেল সদস্য এবং আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান খান -এর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর পরিবারের সকল সদস্যদের প্রতি আমাদের সমবেদনা। তার পরিবারের সকলেক ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।

উল্লেখ্য, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৪ বছর। মাহাবুবুর রহমান খান ফরিদপুর জেলা শহরের আলীপুর মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৬ সালে তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। জেলা আবাহনী ক্রীড়া চক্রের জেলা সভাপতি  হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ন্যাশনাল ব্যাংকের পরিচালক, ফরিদপুর চেম্বার অব কমার্স, ফরিদপুর ডায়াবেটিক সমিতি হাসপাতালসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/ঢাকা/এসআই ১৮:৪৮;১৫/৯/২০২০