দুই প্লান্টের ৯৯% করে শেয়ার কিনলো ইউনাটেড পাওয়ার

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৯-১৬ ০৭:৩৬:৩৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড লিমিটেড দুই কোম্পানির ৯৯ শতাংশ করে শেয়ার অধিগ্রহণ করেছে। আজ কোম্পানির ৯৪তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ১ জুলাই,২০২০ থেকে এটি কার্যকর হবে।

কোম্পানি সূত্র মতে, ৩০০ মেগাওয়াটের ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার কিনে নেবে ইউপিজিডিসিএল। ইউনাইটেড আনোয়ারার ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুসারে নিট সম্পদমূল্যে (এনএভি) এ শেয়ার কিনবে ইউপিজিডিসিএল। এ বছরের ১ জুলাই থেকে এ অধিগ্রহণ কার্যকর হবে।

একইভাবে ১১৫ মেগাওয়াট সক্ষমতার ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার কিনবে ইউপিজিডিসিএল। জামালপুরের বিদ্যুৎকেন্দ্রটির ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুসারে এনএভিতে এ শেয়ার কিনবে ইউপিজিডিসিএল। এ বছরের ১ জুলাই থেকে এ অধিগ্রহণ কার্যকর হবে। এর চুড়ান্ত অনুমোদন পেলে কোম্পানিতে নতুন করে যুক্ত হবে আরও ৪১৫ মেঘওয়াট বিদ্যুৎ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, অধিগ্রহণ প্রক্রিয়া বাস্তবায়িত হলে ইউপিজিডিসিএলে রাজস্ব ও মুনাফা দুটোই বাড়বে। বিনিয়োগকারীরা চলতি ২০২০-২১ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) থেকেই এর সুফল পাবেন।

শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ অধিগ্রহণ প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। অধিগ্রহণ প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৮ অক্টোবর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে ইউপিজিডিসিএল। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কমার্শিয়াল আইপিপি কোম্পানিটির অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৫২৬ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ২৭৭ কোটি ১৮ লাখ টাকা। মোট শেয়ারের ৯০ শতাংশই রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ১৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৪ ও সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে বাকি ২ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইউনাইটেড পাওয়ার শেয়ারের সর্বশেষ দর ছিল ৩২০ টাকা ১০ পয়সা। সমাপনী দর ছিল ৩২১ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৯৪ টাকা ৮০ পয়সা ও ৩৩৭ টাকা ৯০ পয়সা।