ইরানকে কূটনীতির পথে ফিরে আসার প্রস্তাব দেবে বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-০৯-১৬ ১০:৪৪:৫৯
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারলে ইরানকে কূটনীতির পথে ফিরে আসার প্রস্তাব দেব বলে জানিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের ওয়েবসাইটে লেখা এক প্রবন্ধে জো বাইডেন এ কথা বলেন। এছাড়া তিনি আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেবেন বলে জানিয়েছেন। যদি ইরান সমঝোতায় ফিরে আসে, তা হলে আমেরিকাও তাতে যুক্ত হবে। পরমাণু সমঝোতাকে ‘কঠোরভাবে মেনে চলার চুক্তি’বলে মন্তব্য করেন। খবর সিএনএনের।
জো বাইডেন বলেন, আমি এমন কোনো পদক্ষেপ নেব না, যাতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের করোনাবিরোধী লড়াই বাধাগ্রস্ত হয়। এর পর আমি ধীরে ধীরে ট্রাম্পের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেব।
এদিকে ২০১৮ সালের মে মাসে ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন আপাদত বন্ধ রেখেছে।
সান বিডি/নাজমুল/১০:৩৫/১৬.০৯.২০২০