যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, শাস্তির দাবিতে বিক্ষোভ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৬ ১২:৫৯:২৯


 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসী আক্কাস আলী ওরফে মোহাম্মদ আলী (৬৮) নামে বৃদ্ধের শাস্তি চেয়ে যুক্তরাষ্ট্রে তার বাড়ির সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

জাগো হাডসন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হাডসন শহরের প্রমেনেডি হিলের কাছে তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ২০১৫ সালে পুলিশের কাছে প্রথম তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানান ফারজানা মওসুমি নামে এক প্রবাসী নারী। তারপর নানা কারণে সময়ক্ষেপণ করে স্থানীয় পুলিশ প্রশাসন। লাগাতার কর্মসূচির পরিপ্রেক্ষিতে আক্কাস আলীকে প্রথম গ্রেপ্তার করা হয় গত বছর নভেম্বরে এবং তৃতীয়বারের মতো গ্রেপ্তার হন এ বছর মার্চে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন বলে জানা গেছে।

জাগো হাডসন-এর প্রতিষ্ঠাতা জেরিন আহমেদ বলেন, শিশুদের যৌন-নির্যাতন ও যৌন হামলার কয়েকটি ঘটনায় আক্কাস আলী অভিযুক্ত। গত কয়েক দশকে এই আক্কাস আলী কর্তৃক ধর্ষিত হয়েছেন অন্তত ৮ শিশু-কিশোর। এর মধ্যে এখন পর্যন্ত তিনজন পুলিশে অভিযোগ করেছেন।

সিলেটের সন্তান আক্কাস দুই দশকেরও বেশি সময় ধরে নিউ ইয়র্কের হাডসনে বসবাস করছেন।

সেখানকার কলম্বিয়া কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানান, জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ধর্ষণসহ নির্যাতন ও শিশুর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগগুলো প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ ২৫ বছর জেলে থাকতে হবে।

সানি বিড/নাজমুল/১২:৫৫/১৬.০৯.২০২০