তিন প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত বিএসইসির

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৬ ১৯:৪৮:১৯


সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশনের ৭৪০তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তবে কমিশন কোন তিন প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞপ্তিতে তা উল্লেখ নেই।