জিকিউ বলপেনের বিরুদ্ধে তদন্ত কমিটি: ১০ বিও হিসাব জব্দ

:: আপডেট: ২০২০-০৯-১৭ ০৮:১৩:৫২


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাথে  ১০ বিও হিসাব জব্দ করা হয়েছে। তদন্ত চলাকালীন সময় পর্যন্ত এটি জব্দ থাকবে।

কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিএসইসির সহকারী পরিচালক মো. শহিদুল ইসলামকে প্রধান করে দুই সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন সিডিবিএলের অ্যাপলকেশন সাপোর্টের প্রধান মঈনুল হক।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম সানবিডিকে বলেন, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে জিকিউ বলপেনের বিরুদ্ধে তদন্ত কমিটি করা হয়েছে। একই সাথে সন্দেহভাজন ১০টি বিও হিসাব জব্দ করা হয়েছে। যাতে করে তারা উচ্চমূল্যে শেয়ার বিক্রি করতে না পারে।

ডিএসই সূত্র মতে, গত তিন মাসে কোম্পানিটির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে। তিন মাসে দর বেড়েছে ১৭৪ টাকা ২০ পয়সা বা ২৬৩ দশমিক ৫৪ টাকা। আজকের ক্লোজ প্রাইজ ২৪০ টাকা ৩০ পয়সা।

কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তারিকাভুক্ত হয়। কোম্পানিটির মোট পরিশোধিত মূলধন ৮ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। মোট শেয়ারের সংখ্যা ৮৯ লাখ ২৮ হাজার ৯১টি। এর মধ্যে ৪১ দশমিক ৮৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকী শেয়ারের মধ্যে ১ দশমিক ৪৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ বিদেশি বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৬ দশিমক ৬০ শতাংশ শেয়ার।

 

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ