সাউথইস্ট ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৭ ০৮:৪২:৪৪


পুঁজিবাজারের তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সভায় ২০১৯ সালে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনগুলো অনুমোদিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শেয়ারহোল্ডাররা লভ্যাংশ অনুমোদন করে।

ভার্চুয়াল এ সভায় ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ ও পর্ষদের পরিচালক এমএ কাশেম, আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, রেহানা রহমান ও মো. আকিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম, ড. কাজী মেজবাহউদ্দিন আহমেদ ও মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম কামাল হোসেন এবং ব্যাংকের উপদেষ্টা জাকির আহমেদ খান অংশ নেন। এছাড়া ব্যাংকের উদ্যোক্তা এবং শেয়ারহোল্ডাররাও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।