টাইগারদের করোনা টেষ্ট শুক্রবার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৭ ১২:০৫:৫০
পূর্ব ঘোষণা অনুযায়ী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) ক্রিকেটারদের করোনা টেস্ট হবে। বুধবার রাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দিয়েছেন সবাইকে।
আগে কথা ছিল, শ্রীলঙ্কা সফরের জন্য মনোনীত ২১ জনের যারা শুক্রবারের টেস্টে ‘করোনা নেগেটিভ’ হবেন, তারা টিম হোটেলে উঠবেন ২০ সেপ্টেম্বর (রোববার), পরদিন থেকে অনুশীলন শুরুরও পরিকল্পনা ছিল।
এখনো দল ঘোষনা হয়নি কারন শ্রীলঙ্কা সফর অনিশ্চয়তা তোপে। তাহলে শুক্রবার কাদের কোভিড-১৯ টেস্ট করানো হবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে খানিক সংশয়ে ছিলেন খোদ বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীও।
দেবাশিষ জানিয়েছিলেন, আমরা ক্রিকেট অপারেশনসের দিকে তাকিয়ে আছি। তারা তালিকা দিলেই আমরা বারডেমের মাধ্যমে করোনা টেস্ট পরিচালনা করব।
রাত পোহাতেই নির্ভার দেবাশিষ চৌধুরী। আর সংশয়ের কিছু নেই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কা সফরের জন্য যে ২৭ জনের জিও (গভর্নমেন্ট অর্ডার) করানো হয়েছিল, তাদেরই করোনা টেস্ট হবে শুক্রবার।
সান বিডি/নাজমুল/১২:১/১৭.০৯.২০২০