এবার ক্রিকেটে সানি লিওন

প্রকাশ: ২০১৫-১২-১৫ ১৮:১৯:৪৩


sunny-leoneপর্ন দুনিয়ার সাম্রাজ্ঞী ছিলেন। সে রাজত্ব ছেড়ে পা রেখেছিলেন বলিপাড়ায়। সেখানেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এবার তাঁর লক্ষ্য ক্রিকেটে। তিনি হচ্ছেন সানি লিওন। সূত্রের খবর, বক্স ক্রিকেট লীগে চেন্নাইয়ের হয়ে টিম কিনছেন সানি।

তিনি নিজে যে খুব ক্রিকেট দেখেন তা নয়। তবে বাবার মুখে ক্রিকেটের কথা অহরহ শুনেছেন এক সময়। আর তাই জানেন ক্রিকেট কতটুকু জনপ্রিয়। আজ তার বাবা নেই। বাবাকে মনে রেখেই তাই ক্রিকেটের সঙ্গে নিজেকে আরও বেসি করে জড়াচ্ছেন সানি।

“ভারতে মানুষ ক্রিকেটকে দারুণ পছন্দ করে। এদেশে আসার পর থেকেই তা টের পেয়েছি আমি। এমনিতে খেলাধুলার সঙ্গে সারা জীবনই আমি জড়িয়ে। এই টিমের মাধ্যমে সেই যোগসূত্র আবার ফিরবে।’’

সানির টিমের নাম হবে ‘চেন্নাই সোয়েগার’। মূলত সেলিব্রিটিদের নিয়েই হয় এই বক্স ক্রিকেট লীগ। সানির টিমে থাকবেন সংগ্রাম সিং, মৌনি রায়ের মতো অভিনেতারাও।