শেয়ার দর পতনের শীর্ষে জিকিউ বলপেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৭ ১৫:৩৬:৫৭


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৩ বারে ২৩ হাজার ৩৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হাক্কানি পাল্পের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৭১৪ বারে ৯ লাখ ৮২ হাজার ৯৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা পেটের দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৮ বারে ৪০ হাজার ৫৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইনফরমেশন সার্ভিসেসে নেটওয়ার্কের ৬ দশমিক ১৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৫ দশমিক ৬৩ শতাংশ, আরএসআরএম স্টিলের ৫ দশমিক ৪৪ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ দশমিক ০১ শতাংশ, ইমাম বাটনের ৪ দশমিক ৮৯ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৪ দশমিক ৬২ শতাংশ ও আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার দর ৪ দশমিক ৫৪ শতাংশ শেয়ার দর কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন

ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:৩৬/১৭/৯/২০