করোনায় আরো ২২ প্রাণ গেল, শনাক্ত ১৫৪১

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-০৯-১৮ ১৫:৫৩:০২


 

গত ২৪ ঘণ্টায় কোভিট (১৯) দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৮৮১ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ১ হাজার ৫৪১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন এবং মোট সুস্থ ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন।

শুক্রবার (১৮ সেপ্টম্বর) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৩০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৭২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৪৫ হাজার ৮০৫।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১১ শতাংশ।

এই সময়ে দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৬ জন নারী। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৮৮১ জন কোভিড রোগীর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন এবং মোট সুস্থ ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৯৭ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৪১ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

সান বিডি/নাজমুল/৩:৪৭/১৮.০৯.২০২০